সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

যে কারণে আমেরিকার প্রধান ম্যাগাজিনে স্থান পেয়েছে সৌদি তুরস্ক প্রতিরক্ষা চুক্তি

গত সপ্তাহে সৌদি আরবের সাথে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্কের ড্রোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘বাইকার।’ আর এ প্রতিরক্ষা চুক্তির বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ম্যাগাজিন/সাময়িক পত্রিকার শিরোনামে উঠে এসেছে।

চুক্তি অনুযায়ী, সৌদি আরবেই বাইরাক্তার আকিনচি ড্রোন প্রস্তুত করার জন্য তুর্কি প্রতিষ্ঠানটি সৌদি এরাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিসের (এসএমএআই) সাথে একটি যৌথ চুক্তি স্বাক্ষর করেছে।

যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিরক্ষা বিষয়ক পত্রিকা ‘ব্রেকিং ডিফেন্স’ এ চুক্তিটি মূল্যায়ন করে একটি নিবন্ধ প্রকাশ করেছে।

নিবন্ধে বাইকারের মহা ব্যবস্থাপক হালুক বাইরাক্তার বলেন, বাইকার খুব দ্রুত উন্নতি সাধন করেছে (আইসব্রেকার) যা তুরস্কের প্রতিরক্ষা শিল্পের জন্য কাজ করা বিভিন্ন কোম্পানির সামনে এগিয়ে যাওয়ার দরজা উন্মোচন করেছে।

তিনি বলেন, বাইকারের সহযোগী অংশীদার এসেলসান এবং রকেটসানও সৌদি আরবের সাথে চুক্তি স্বাক্ষর করেছে।

এই চুক্তিগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তুরস্কের শত শত প্রতিরক্ষা সংস্থাগুলো সাবসিস্টেম (বৃহৎ পণ্যের ছোট ছোট কল কব্জা) উৎপাদন করছে যা তাদের রপ্তানি বৃদ্ধি করছে।

হালুক বলেন, আগামী এক বছরের গবেষণার ভিত্তিতে আমরা বলতে পারব এটি ভিশন-২০৩০ প্রকল্পে কতটুকু অবদান রাখতে সক্ষম হবে। এ প্রকল্পটির অন্যতম লক্ষ্য হলো নিজ দেশে পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি ও ব্যাপক প্রযুক্তিগত উন্নয়ন করা।

তিনি আরো বলেন, এখানে ‘রপ্তানি’ ও ‘সহযোগিতা’ দুইটি চুক্তির জন্যই প্রচুর প্রতিযোগিতা ছিল। এত প্রতিযোগিতা থাকা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনকে পেছনে ফেলে বাইরাক্তার আকিনচি বিজয়ী হয়েছে।

‘ব্রেকিং ডিফেন্স’ নিবন্ধে প্রকাশিত বিভিন্ন বিশেষজ্ঞদের মতে, বাইকার প্রতিষ্ঠানটির স্বাক্ষরিত চুক্তি সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করবে।

এছাড়াও এ চুক্তিটি তুরস্কের সাথে উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করবে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেন, সৌদি আরবের প্রতিরক্ষা শিল্পের সাথে যৌথ চুক্তির ফলে বাইকারের উৎপাদন ও সক্ষমতা বৃদ্ধি পাবে যা তুরস্কের তৈরি মানববিহীন ড্রোনের চাহিদাকে আরো বাড়িয়ে তুলবে।

সূত্র: ইয়ানি সাফাক

spot_img
spot_img

এই বিভাগের

spot_img