সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

বাংলাদেশসহ আরও ২৯ দেশ থেকে গৃহকর্মী নেবে সৌদি

বাংলাদেশসহ আরও ২৯ দেশ থেকে গৃহকর্মী নেওয়া হবে বলে জানিয়েছে সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়।

বুধবার (১৬ আগস্ট) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদিতে নারী কর্মীদের সুরক্ষায় আইটি প্লাটফর্ম মুসানেদ জানিয়েছে, গত মাসে দেশটিতে ৭৫ হাজার ৬৫৩ জন গৃহকর্মী নিয়োগ দেওয়া হয়েছে। আর এ নিয়োগের তালিকায় শীর্ষে ছিল পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন, ভারত ও ইথিওপিয়া।

গৃহকর্মীদের মধ্যে পুরুষ ও নারী উভয় নিয়োগ দেওয়া হচ্ছে। যেসব সেক্টরে গৃহকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নিরাপত্তা প্রহরী, চালক, বাড়ির কৃষক ও বাবুর্চি।

এদিকে, সম্প্রতি বিভিন্ন দেশ থেকে বিদেশি গৃহকর্মী নিয়োগে সর্বোচ্চ খরচের সীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। জানা যায়, গৃহকর্মী নিয়োগে উগান্ডা থেকে ৯ হাজার ৫০০ রিয়াল, থাইল্যান্ড থেকে ১০ হাজার রিয়াল, কেনিয়া থেকে ১০ হাজার ৮৭০ রিয়াল, বাংলাদেশ থেকে ১৩ হাজার রিয়াল, শ্রীলঙ্কা থেকে ১৫ হাজার রিয়াল, ফিলিপাইন থেকে ১৭ হাজার ২৮৮ রিয়াল, বুরুন্ডি থেকে ৭ হাজার ৫০০ ও ইথিওপিয়া থেকে ৬ হাজার ৯০০ রিয়ালের মধ্যে রাখতে হবে। এর মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত।

সূত্র: গালফ নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img