ঢাকায় আসছেন সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী ড. তাওফীক আল রাবিয়া।
শনিবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদ প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানায়। বাংলাদেশ সফর শেষে পাকিস্তান পাকিস্তান যাওযার কথা রয়েছে তাওফীক আল রাবিয়ার।
সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, ওমরা পালনকারী মুসল্লিদের সুবিধাবৃদ্ধি ও তাদের যাত্রা কীভাবে আরও সহজ করা যায় তা আলোচনা করার জন্যই তিনি ঢাকায় আসছেন।
আল রাবিয়া এক সঙ্গে গেস্ট অব গড সার্ভিস প্রোগ্রাম কমিটির চেয়ারম্যানও। তিনি মূলত সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমানের ভিশন ২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে পাকিস্তান ও সৌদি আরব সফর করবেন।
এ সফরে তিনি বাংলাদেশ ও পাকিস্তান থেকে যাওয়া ওমরা যাত্রীদের যাত্রা সহজকরণ এবং সৌদি আরবের ধর্মীয় সংস্কৃতির অভিজ্ঞতা তুলে ধরবেন।