রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

এসএসসি পরীক্ষা: পুনঃনিরীক্ষার আবেদনে সাড়ে ১১ হাজার শিক্ষার্থীর ফলে পরিবর্তন

পুনঃনিরীক্ষার আবেদন করে, এসএসসির ফলে পরিবর্তন এসেছে ১১ হাজার ৩৬২ শিক্ষার্থীর। এর মধ্যে নতুন করে পাস করেছেন ২ হাজার ১২২ জন। আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন। শিক্ষা গবেষকেরা এমন ভুলকে বড় গাফিলতি বলছেন। এ জন্য শতাধিক পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বোর্ড।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয়ক অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, গত ২৮ জুলাই প্রকাশিত হয় এসএসসি পরীক্ষার ফল। পাস করে ১৭ লাখ ৪৩ হাজার ৬১৯ জন। জিপিএ-৫ পায় ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী।

এর পর ২৯ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত, দুই লাখের মত শিক্ষার্থী পুনঃনিরীক্ষার আবেদন করেন। সোমবার দেওয়া হয় এর ফল। এতে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন এক হাজার ৮১১ জন। ফেল থেকে পাস করেছেন ২ হাজার ২১২ শিক্ষার্থী। আগে ফেল করা ৩ জন পেয়েছেন জিপিএ-৫।

শিক্ষা গবেষক মোস্তাফিজুর রহমান বলেছেন, বোর্ড পরীক্ষার ফলে ভুল বড় গাফিলতির উদাহরণ। এর বিরুদ্ধে কঠোর হতে হবে।

অধ্যাপক তপন কুমার সরকার আরও জানান, ভুলের জন্য শতাধিক পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য; ফল পুনঃনিরীক্ষণে নতুন করে উত্তরপত্র মূল্যায়ন করা হয় না। শুধু শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর যোগ বিয়োগ করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ