সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

পাকিস্তান ও ভারত সফরে করবেন সৌদি যুবরাজ

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান আগামী মাসে সংক্ষিপ্ত সফরে পাকিস্তান ও ভারত করবেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে পাকিস্তান যাবেন যুবরাজ।

সূত্রটি জানায়, যুবরাজ ১০ সেপ্টেম্বর ৪-৬ ঘণ্টা পাকিস্তান থাকবেন। এরপর তিনি ভারত যাবেন।

এই সফরকালে সৌদি যুবরাজ কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এবং সেনাবাহিনী প্রধান জেনারেল অসিম মুনিরের সাথে সাক্ষাত করবেন।

সূত্র জানায়, পাকিস্তান-সৌদি আরব সম্পর্ক বিকাশই হবে এই সফরের প্রধান আলোচ্যবিষয়। তাছাড়া প্রতিরক্ষা এবং যৌথ সামরিক মহড়াও আলোচনায় থাকবে। এছাড়া পাকিস্তানে সৌদি তহবিলে একটি তেল শোধনাগার স্থাপনও আলোচনায় থাকবে।

উল্লেখ্য; গত বছর সৌদি প্রিন্সের পাকিস্তান সফরের কথা ছিল। কিন্তু তা স্থগিত করা হয়েছিল।

সূত্র : জিও নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img