বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

বিপর্যস্ত লিবিয়ার পাশে দাঁড়ালো তুরস্ক

গত রবিবার উত্তর আফ্রিকার দেশ লিবিয়াতে ভয়াবহ ঘূর্ণিঝড় ড্যানিয়েল আঘাত হানে। এ ঘটনার পর দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দেয় । যার ফলে মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। ভয়াবহ এমন দুর্যোগের সময় দেশটির জনগণের উদ্ধার কর্ম ও মানবিক সহায়তার অংশ হিসেবে ইতিমধ্যে তিনটি কার্গো বিমান পাঠিয়েছে তুরস্ক।

এছাড়াও লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান মুহাম্মাদ আল-মানফিকে সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

তুর্কি যোগাযোগ অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী একটি ফোনালাপে মানফিকে এরদোগান জানিয়েছেন, ‘দুর্যোগ মোকাবেলায়’ তুরস্ক সর্বদা লিবিয়ার ‘বন্ধুত্ব ও ভ্রাতৃত্বপূর্ণ’ জনগণের পাশে দাঁড়িয়েছে। প্রতিবারের মতো এবারও লিবিয়ার প্রতি আঙ্কারার মানবিক সহযোগিতা অব্যাহত থাকবে।

এরদোগান আরো জানিয়েছেন, “আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব লিবায়ার পরিস্থিতি স্বাভাবিক করা।”

লিবিয়ার পূর্বাঞ্চল সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আল খারাজ জানিয়েছেন, ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত ৫ হাজার ২০০ লোকের প্রাণহানি হয়েছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব দ্য রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্টের (আইএফআরসি) জানিয়েছে, এখনও পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

সোমবার, পূর্বাঞ্চলের বন্যা কবলিত এলাকায় সহায়তা প্রদানের জন্য বন্ধুত্বপূর্ণ দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে সাহায্য চেয়েছে লিবিয়ার প্রেসিডেন্সিয়াল কাউন্সিল।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_img
spot_img

এই বিভাগের

spot_img