শুক্রবার, মে ২৩, ২০২৫

সুষ্ঠু নির্বাচনের তাগিদ আমেরিকার

spot_imgspot_img

বাংলাদেশে অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদ দিয়েছে আমেরিকা।

সোমবার (১৮ সে‌প্টেম্বর) নিউইয়র্ক জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে বৈঠক ক‌রেন মার্কিন আমেরিকার পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া ও বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

বৈঠ‌কে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের তাগিদের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পো‌স্টে জানান আন্ডার সেক্রেটারি আজরা জেয়া।

আজরা ব‌লেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইড লাইনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বৈঠকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য অব্যাহত মানবিক সহায়তার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রসঙ্গত; মা‌র্কিন আন্ডার সেক্রেটারি আজরা জেয়া চলতি বছর জুলাইয়ে বাংলা‌দেশ সফর ক‌রে গে‌ছেন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img