শনিবার, মে ১০, ২০২৫

ভয়াবহ বন্যায় পূর্ব লিবিয়ার ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত

spot_imgspot_img

গত সপ্তাহের ভয়াবহ বন্যায় পূর্ব লিবিয়ার ৭০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে লিবিয়ার রাজধানী ত্রিপোলি ভিত্তিক ঐক্য সরকার।

দেশটির পরিবহন মন্ত্রণালয়ের সড়ক ও সেতু বিভাগের প্রধান আল-হোসাইন সুইদান একটি বিবৃতিতে জানিয়েছেন, ভয়াবহ এ বন্যায় ১১টি সেতু ভেঙে পড়েছে। যার মধ্যে পূর্ব সিরিয়ার বন্দরনগরী ডেরনার সাথে সোসা, আল কুব্বা সহ আরো ৬ টি শহরের সাথে সংযোগকারী দুটি সেতু রয়েছে।

গত ১০ সেপ্টেম্বর ড্যানিয়েল নামক ঘূর্ণিঝড় আঘাত হানে লিবিয়াতে। যার উৎপত্তিস্থল ছিল ভূমধ্যসাগর। ঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেরনা শহরের বাঁধগুলো ভেঙে যাওয়ার ফলে বন্যার সূত্রপাত ঘটে। এতে বাড়িঘরসহ মানুষজন ভেসে যায়।

সুইদান বলেন, পূর্বাঞ্চলীয় গ্রাম ও শহরগুলির ৮০ শতাংশ পানির লাইন ও ৫০ শতাংশ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরো বলেন, বন্যায় প্রভাবিত ও ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পরিবহন বিভাগ বিকল্প রাস্তা খুঁজে নিয়েছে।

জাতিসংঘের মানবিক কার্যালয় (ওসিএইচএ) পূর্বে মৃতের সংখ্যা ১১ হাজার ৩০০ উল্লেখ করেছিল। তবে এই পরিসংখ্যান বাতিল করেছে সংস্থাটি। নতুন পরিসংখ্যান অনুযায়ী ৩ হাজার ৯৫৮ জন মারা গেছে বলে জানিয়েছে ওসিএইচএ। এছাড়াও নিখোঁজ রয়েছে ৯ হাজারেরও বেশি। বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে।

উল্লেখ্য; এখন পর্যন্ত ৩ হাজার ২৫২টি মৃতদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন পূর্ব লিবিয়ার স্বাস্থ্যমন্ত্রী ওসামা হামাদ।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

সর্বশেষ

spot_img
spot_img
spot_img