সৌদির সঙ্গে শান্তি চাইলে অবশ্যই ফিলিস্তিনের স্বাধীনতার প্রসঙ্গ থাকতে হবে বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ
শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ জাতিসংঘসাধারণ পরিষদের অধিবেশনে এ কথা বলেন।
ফয়সাল বিন ফারহান আল সৌদ বলেন, ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের যেকোনো সমাধানে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র অন্তর্ভুক্ত করতে হবে যার রাজধানী হবে পূর্ব জেরুসালেম।
জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করতে ফিলিস্তিনিদের ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু।