সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

ইতিহাসে প্রথমবারের মতো সৌদি সফর করলেন ইসরাইলী মন্ত্রী

জাতিসংঘের বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে, ইসরাইলের ইতিহাসে প্রথমবারের মতো সৌদি আরব সফর করলেন দেশটির পর্যটন মন্ত্রী হাইম কাৎজ।

ইসরাইলের পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান তিনি। তার সাথে একটি প্রতিনিধি দলও রয়েছে।

আমেরিকার মধ্যস্থতায় ইসরাইলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি চুক্তির বিষয়ে জোরদার সংলাপ চলাকালেই তার এ সফরটি হয়েছে।

সৌদি আরবের পৌঁছানোর পর ইসরাইলের ‘চ্যানেল-১২’ কে তিনি জানান, “আমরা বিকেলে সৌদি আরবে অবতরণ করেছি, তারা আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। এটা দুর্দান্ত ছিল।”

এক বিবৃতিতে হাইম কাৎজ বলেন, “আমি ইসরাইলের পর্যটন ও বৈদেশিক সম্পর্ক উন্নয়ন জোরদার করার লক্ষ্যে কাজ করব।”

তিনি আরো বলেন, পর্যটনের মাধ্যমে দুইটি দেশের মধ্যে সেতু তৈরি হয়। পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দুটি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা সম্ভব।

ইসলামের সবচেয়ে পবিত্র দুটি মসজিদ সৌদি আরবে অবস্থিত। ইসরাইলকে স্বীকৃতি দেওয়ার শর্ত হিসেবে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের উপর জোর দিয়ে আসছে দেশটি। তবে ইসরাইলী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের অনেক সদস্য এ বিষয়টির ঘোর বিরোধী।

উল্লেখ্য; ইসরাইলী পর্যটন মন্ত্রীর এ সফরের বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি সৌদি আরব।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img

এই বিভাগের

spot_img