সোমবার | ২৯ ডিসেম্বর | ২০২৫
spot_img

২৫ রুপিতে পেঁয়াজ বিক্রি করবে ভারত সরকার

বাজারে পেঁয়াজের বাড়তি দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিলো ভারতের কেন্দ্রীয় সরকার। বিপুল ভর্তুকি দিয়ে দেশজুড়ে প্রতি কিলোগ্রাম মাত্র ২৫ রুপি দরে পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে তারা।

ভারতের ভোক্তা, খাদ্য ও বিতরণ বিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পেঁয়াজকে ভোক্তাদের কাছে সাশ্রয়ী ও সহজলভ্য করতে ভোক্তা বিষয়ক অধিদপ্তর দেশজুড়ে বিভিন্ন আউটলেট এবং মোবাইল ভ্যানের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু করেছে।

ন্যাশনাল কো-অপারেটিভ কনজিউমারস ফেডারেশন (এনসিসিএফ), ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অব ইন্ডিয়া লিমিটেড (এনএএফইডি), কেন্দ্রীয় ভাণ্ডার এবং রাজ্য-নিয়ন্ত্রিত অন্যান্য সমবায়গুলোর মাধ্যমে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

গত ২ নভেম্বর পর্যন্ত ২১টি রাজ্যে ৩২৯টি খুচরা বিক্রয়কেন্দ্র চালু করেছে এনএএফইডি। একইভাবে, এসসিসিএফ ২০টি রাজ্যে চালু করেছে ৪৫৭টি বিক্রয়কেন্দ্র। এসব জায়গায় প্রতি কিলোগ্রাম মাত্র ২৫ রুপি দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

ভারত সরকার জানিয়েছে, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে তারা পেঁয়াজের ন্যূনতম রপ্তানিমূল্য বেঁধে দিয়েছে প্রতি টনে ৮০০ মার্কিন ডলার। এছাড়া, কৃষকদের কাছ থেকে পেঁয়াজ সংগ্রহের পরিমাণও বাড়িয়েছে। এরই মধ্যে ৫ দশমিক ০৬ লাখ টন পেঁয়াজ সংগ্রহ করেছে সরকার।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ