ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, গাজ্জা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনি জনগণ ছয় সপ্তাহ ধরে ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে যে বীরোচিত প্রতিরোধ গড়ে তুলেছে তাতে প্রমাণিত হয়েছে, যদি যুদ্ধ চালিয়ে নেওয়া হয় তাহলে তেল আবিব সুবিধা করে উঠতে পারবে না।
বুধবার (২২ নভেম্বর) লেবানন সফরে গিয়ে বৈরুতে এক বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গোটা বিশ্ব জনমত চলমান যুদ্ধে দখলদার ইসরাইল ও তার প্রধান পৃষ্ঠপোষক আমেরিকাকে পরাজিত পক্ষ বলে মনে করছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজ্জা উপত্যকার পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যত নির্ধারণের সিদ্ধান্ত একমাত্র ফিলিস্তিনি জনগণ নেবে অন্য কেউ নয়। এ ব্যাপারে কারো মনে যেন কোনো সংশয় না থাকে।
তিনি বলেন, আমরা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ নেতাদের মুখে শুনেছি তাদের আঙুল বন্দুকের ট্রিগারে রয়েছে এবং ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা ও তাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত তাদের আঙুল ট্রিগার থেকে সরবে না।
সূত্র: পার্সটুডে











