রবিবার | ২৮ ডিসেম্বর | ২০২৫
spot_img

অতিরিক্ত রাজনীতি প্রকৃত অর্থে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয় : ঢাবি ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. এ এস এম মাকছুদ কামাল বলেছেন, রাজনীতি প্রত্যেকটি মানুষের জীবনের অংশ হয়ে থাকবে, তবে স্কুলে যেন অতিরিক্ত রাজনীতি না হয়। অতিরিক্ত রাজনীতি প্রকৃত অর্থে শিক্ষা ব্যবস্থাকে নষ্ট করে দেয়।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে লক্ষ্মীপুর শহরে অবস্থিত ১৩৭ বছরের পুরনো শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় রি-ইউনিয়ন ২০২৪ এর অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও প্রাক্তন ছাত্র হিসেবে তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অধ্যাপক ড. এ এস এম মাকছুদ কামাল বলেন, সহ-শিক্ষাকার্যক্রমে আমরা অনেক পিছিয়ে আছি। বিতর্ক, কবিতা আবৃত্তি, দেয়ালিকা লিখন, খেলাধুলাসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের দেশের জন্য এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বিকশিত হওয়ার সুযোগ থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির প্রাক্তন ছাত্র অভিনেতা রামেন্দু মজুমদার, বিএনপি’র যুগ্ম মহা-সচিব ও জেলা আহ্বায়ক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেএসডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন বেলাল প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ