শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

গাজ্জায় গণহত্যা চালিয়ে নেতানিয়াহু উল্টো ফিলিস্তিনিদের বিরুদ্ধে মিথ্যা গল্প ফেঁদেছেন : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, গাজ্জায় গণহত্যা চালিয়ে নেতানিয়াহু উল্টো ফিলিস্তিনিদের বিরুদ্ধে মিথ্যা গল্প ফেঁদেছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে গিয়ে। তার এসব মিথ্যাচারকে বিশ্বাস করেছেন স্থুল বুদ্ধির মার্কিন এমপিরা।

গত শনিবার (২৭ জুলাই) তুরস্কের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ রাইজে এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গাজ্জায় ৪০ হাজার নিরপরাধ বেসামরিক ফিলিস্তিনিকে হত্যাকরী ইসরায়েল মানবাধিকারকে পদদলিত করেছে। এখন তাদের নোংরা দৃষ্টি পড়েছে তুরস্কের দিকে।

তিনি আরও বলেন, নেতানিয়াহুর বক্তব্য শুনে মার্কিন পার্লামেন্ট সদস্যরা গত বুধবার যেভাবে হাততালি দিয়েছে, তা দেখে লজ্জায় বিশ্বের বিবেকবান মানুষের মাথা হেট হয়ে গেছে। তারপর তিনি মার্কিন এমপিদের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, তার মতো একটা জঘন্য হত্যাকারীকে কিভাবে লালগালিচা সংবর্ধনা দেয় নির্বোধ মার্কিন এমপিরা?

এরদোগান বলেন, গাজ্জাকে ধূলায় মিশিয়ে দেয়া বর্বর ইসরায়েলিরা যে এরপর তুরস্কের আনাতোলিয়ার দিকে কু-দৃষ্টি দেবে না, তারই বা কি নিশ্চয়তা আছে! গাজ্জার পর তুরস্কের ভবিষ্যত নিয়ে আমি চিন্তিত।

তুরস্কের বিরোধী দলের নেতাদের দাবি, ফিলিস্তিনের নেতাদেরও তুর্কি পার্লামেন্টে আমন্ত্রণ জানিয়ে তাদের বক্তব্য দেয়ার সুযোগ দেয়া উচিৎ।

সূত্র- আনাদোলু

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ