শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

ইসরাইল কোনো সরকার নয়, এটি সন্ত্রাসী ও খুনিদের চক্র : খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল একটি অপরাধী চক্র। তারা নিজেদের ঘৃণ্য চেহারা-চরিত্রকে সবার সামনে তুলে ধরছে। এটা কোনো সরকার নয়। এরা অপরাধী, খুনি ও সন্ত্রাসীদের চক্র। তারা এখন এমন সব মানুষের ওপর ভারী বোমাবর্ষণ করছে যারা কোনো দিন একটি গুলিও ছোড়েনি। দোলনায় থাকা ও পাঁচ-ছয় বছরের শিশু এবং নারীদের ওপর বোমা ফেলা হচ্ছে।

আজ রোববার (২৮ জুলাই) ১৪তম প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ড. মাসুদ পেজেশকিয়ানকে আনুষ্ঠানিক অনুমোদন প্রদানের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেন, একটা সময় ফিলিস্তিন ইস্যু ছিল শুধুমাত্র মুসলিম দেশগুলোর ইস্যু। কিন্তু আজ ফিলিস্তিন এবং গাজ্জা ইস্যু সারা বিশ্বেরই ইস্যু হয়ে গেছে। মার্কিন কংগ্রেসের ভেতর থেকে শুরু করে জাতিসংঘ কিংবা প্যারিস অলিম্পিক সর্বত্রই এই ইস্যুটি ছড়িয়ে পড়েছে।

তিনি বলেন, ইহুদিবাদীদের ঘোষিত লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা। বর্তমানে ফিলিস্তিনে হামাস, ইসলামী জিহাদ তথা প্রতিরোধ সংগ্রামীরা দৃঢ়তার সঙ্গে লড়াই করে যাচ্ছে। তারা প্রতিরোধ সংগ্রামী বাহিনীর সঙ্গে না পেরে গাজ্জার বেসামরিক মনুষদের উপর বোমা ফেলছে।

মার্কিন কংগ্রেসে দখলদার ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ভাষণ সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মার্কিন কংগ্রেস এই অপরাধীর বক্তব্য শুনেছে। এর মাধ্যমে মার্কিন কংগ্রেস নিজের জন্য একটা বড় লজ্জা ডেকে এনেছে।

অনুষ্ঠানে গাজ্জার পরিস্থিতির বিষয়ে বিশ্বকে কার্যকর ও আন্তরিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান আয়াতুল্লাহ আলী খামেনি।

সূত্র- পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ