শুক্রবার | ২৬ ডিসেম্বর | ২০২৫
spot_img

পুনরায় আফগান ভিসা চালু করলো ভারত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের নাগরিকদের পুনরায় ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে একথা জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মুখপাত্র রাণধীর জাইসওয়াল বলেন, আফগানিস্তান ও আফগান জনগণের সাথে আমাদের ঐতিহাসিক বন্ধন রয়েছে। আমাদের সরকার পুনরায় আফগানদের ভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। সহজ করেছেন ভারত ভ্রমণে আফগানদের ভিসা প্রক্রিয়া।

দু’দেশের মধ্যকার সম্পর্ক ও সহযোগিতা বাড়াতে, আফগান জনগণের উন্নয়নে সহায়তা ও সমর্থনের লক্ষ্যে ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

ভারতের পুনরায় আফগান ভিসা চালু ও প্রক্রিয়া সহজের সিদ্ধান্তকে স্বাগত জানায় তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার।

দেশটির অর্থমন্ত্রী আব্দুল লতিফ নাজ্জারী এই প্রসঙ্গে বলেন, ইমারাতে ইসলামিয়ার সরকার ভারসাম্যপূর্ণ নীতিতে বিশ্বাসী। ভারসাম্যপূর্ণ নীতির আওতায় প্রতিবেশী ও আঞ্চলিক দেশগুলোর সাথে বাণিজ্য, অর্থনীতি ও ট্রানজিট খাতে সম্পর্ক স্থাপন ও একে বাড়াতে চায়।

তিনি আরো বলেন, চাবাহার বন্দর ভারত, ইরান ও আফগানিস্তানকে একত্রিত করেছে। আমাদের মাঝে অর্থনৈতিক সহযোগিতা ও অংশীদারিত্ব রয়েছে। রয়েছে পুরনো ঐতিহাসিক সম্পর্ক। ভারত সরকারের পুনরায় আফগান ভিসা চালুর সিদ্ধান্ত দু’দেশের সম্পর্ক আরো মজবুত করবে বলে আমরা বিশ্বাস করি। ভারত সরকারের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। আশাকরি, অন্য দেশগুলোও আমাদের সাথে সম্পর্ক স্থাপন ও বৃদ্ধিতে এগিয়ে আসবে। আফগানিস্তানের অপার সম্ভাবনা ও সুযোগ-সুবিধাকে কাজে লাগাবে।

সূত্র: আরটিএ, টলো

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ