রবিবার | ১৪ সেপ্টেম্বর | ২০২৫

কুরআন বিষয়ক অনুষ্ঠান নিয়ে আপত্তি জানানো অধ্যাপকের রুমেই কুরআন তেলাওয়াত করলেন শিক্ষার্থীরা

পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় কোরআন তেলাওয়াত বিষয়ক অনুষ্ঠান আয়োজন নিয়ে আপত্তি জানানো কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছিরের রুমেই কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থীরা।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে আব্দুল বাছিরের পদত্যাগের পর তার রুমেই কোরআন তেলাওয়াত করে সেখানে দোয়াও করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষক বাছিরও মোনাজাতে অংশ নেন।

উল্লেখ্য, গত ১০ মার্চ বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে কোরআন তেলাওয়াত আসরের আয়োজন করে শিক্ষার্থীরা। পরে ১৬ মার্চ আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জুবায়ের মোহাম্মদ এহসানুল হক বরাবর যেসব শিক্ষার্থী আয়োজন করেছে, তাদের কেন শাস্তি প্রদান করা হবে না সে বিষয়ে জবাব চেয়ে চিঠি দেন আব্দুল বাছির।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img