রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

পশ্চিম তীরে ইসরাইলের বড় ধরণের সামরিক অভিযান শুরুর নিন্দা জানালো তুরস্ক

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে গত ২ দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।

বুধবার (২৮ আগস্ট) ইসরাইলের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয় দেশটির সরকার।

বিবৃতিতে বলা হয়, পশ্চিম তীরে বে-আইনীভাবে শুরু করা ইসরাইলী সামরিক অভিযানের তীব্র নিন্দা জানাচ্ছে তুরস্ক। নিন্দা জানাচ্ছে ইহুদিবাদী পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের। যেখানে তিনি বড় ধরণের এই অভিযানকে ফিলিস্তিনিদের তাড়িয়ে দেওয়ার প্রশিক্ষণ হিসেবে আখ্যা দিয়ে বিদ্রুপ করেছেন।

আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন ও এর বিদ্রুপ করে ইসরাইল যে অপরাধযজ্ঞ শুরু করেছে তাকে অবশ্যই এর জবাবদিহি ও শাস্তির মুখোমুখি করতে হবে।

সূত্র: আনাদোলু

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img