মঙ্গলবার | ৩০ ডিসেম্বর | ২০২৫
spot_img

গত এক বছরে ১০ হাজারের বেশি ফিলিস্তিনি গ্রেফতার

গত ৭ অক্টোবর, অপারেশন আল আকসা ফ্লাড পরিচালনার পর থেকে এখন পর্যন্ত, দখলকৃত পশ্চিম তীরে ১০ হাজারের বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ।

ফিলিস্তিনের বন্দী বিষয়ক কমিশন এক প্রতিবেদনে এ বিষয়টি জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপারেশন আল আকসা ফ্লাড পরিচালিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৬০০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে পুলিশ। পশ্চিম তীরের পাশাপাশি দখলকৃত জেরুসালেমেও গ্রেফতার অভিযান চালানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, চলতি সপ্তাহের সোম ও মঙ্গলবারের মধ্যে প্রায় ১৪ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে। এরমধ্যে একজন যুবতী, শিশু ও একজন শহীদের মা রয়েছেন। হেবরন, বাইতুল আহাম, জেনিন, নাবলুস ও রামাল্লার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ