বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

অ্যাডভোকেট আলিফ হত্যা মামলায় ৪ আসামি রিমান্ডে

চট্টগ্রাম আদালত এলাকায় হিন্দুত্ববাদী সংগঠন ইসকন সন্ত্রাসীদের হাতে হত্যাকান্ডের শিকার হওয়া শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার চার আসামিকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। আসামিদের মধ্যে রিপন দাস পাঁচদিন এবং বিশাল দাস, আমান দাস ও রাজিব ভট্টাচার্যকে পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য চারদিন রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মুহাম্মাদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আসামিদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিন করে রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত রিপন দাসকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই আসামির নাম এজাহারে উল্লেখ ছিল না। তার নাম তদন্তে প্রকাশিত হয়েছে। তাকে আগেও ৫ দিনের রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে। তারপর পুনরায় আজ তাকে হাজির করে তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেন। এ ছাড়া, বাকি তিনজন এজাহারভুক্ত আসামি। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img