ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দীর্ঘ বৈঠকের পর সেনাবাহিনীকে এ নির্দেশনা দেন যুদ্ধপরাধে অভিযুক্ত নেতানিয়াহু।
নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে দাবি করা হয়য়, ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করায় গাজ্জায় ‘তাৎক্ষণিক ও শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ইসরাইল দাবি করছে, হামাস জিম্মিদের মরদেহ ফেরত দিতে বিলম্ব করে যুদ্ধবিরতি লঙ্ঘন করছে।
হামাস বলেছে, দখলদাররা মরদেহ উদ্ধারে বাধা সৃষ্টি করছে।
সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, রাফাতে ঠিক কি হচ্ছে সেটি এখনো স্পষ্ট নয়। কিন্তু সর্বশেষ সেখানে ইসরাইলি সেনা ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে গুলি বিনিময় হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র :আল-জাজিরা









