বুধবার | ২৯ অক্টোবর | ২০২৫

হিজবুল্লাহর সাথে বড় ধরণের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাথে ইসরাইলের বড় ধরণের লড়াইয়ের প্রস্তুতির খবরে সরব অবৈধ রাষ্ট্রটির গণমাধ্যম।

মঙ্গলবার (২৮ অক্টোবর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি গণমাধ্যমে জানানো হয়েছে যে, হিজবুল্লাহর সাথে বড় ধরণের লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। উত্তর ফ্রন্টে সামরিক প্রস্তুতি জোরদার করেছে অবৈধ রাষ্ট্রটির সেনারা।

ইসরাইলী আর্মি রেডিওতে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানানো হয়, লেবাননের অভ্যন্তরে হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে হামলা চালানোর ও তাদের শীর্ষ নেতাদের ব্যাপকভাবে হত্যার উদ্দেশ্যে এই অভিযান শুরু করা হবে।

সূত্রগুলো আরো জানায়, সীমান্ত পরিস্থিতির ওপর নির্ভর করে এই অভিযান যেকোনো মুহূর্তে শুরু হতে পারে।

ইসরাইলী গণমাধ্যমের প্রতিবেদনগুলো ইঙ্গিত দিচ্ছে যে, ইসরাইল হিজবুল্লাহর নেতৃত্ব ও অবকাঠামো ধ্বংস করার লক্ষ্য নির্ধারণ করেছে, যদিও একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এখনো আনুষ্ঠানিকভাবে দু’পক্ষের মাঝে কার্যকর রয়েছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, যুদ্ধবিরতি সত্ত্বেও তেল আবিব দক্ষিণ লেবাননে সীমিত পরিসরে আক্রমণ ও নজরদারি অভিযান চালিয়ে যাচ্ছে। তারা দাবি করছে যে, এটি আমেরিকার নেতৃত্বে নভেম্বর ২০২৪ এ কার্যকর হওয়া যুদ্ধবিরতি বাস্তবায়নের অংশ।

ইসরাইলী সামরিক মূল্যায়ন অনুযায়ী, হিজবুল্লাহ তাদের বাহিনী পুনর্বিন্যাস করছে এবং নিয়ন্ত্রিত প্রতিরোধ কৌশল অনুসরণ করছে। সীমান্তে কিছু ক্ষতি মেনে নিয়ে লেবাননের অভ্যন্তরে নিজেদের সামরিক সক্ষমতা মজবুত করছে।

অবৈধ রাষ্ট্রটির সামরিক সূত্রগুলো আরো সতর্ক করেছে যে, হিজবুল্লাহ সীমান্ত অতিক্রম করে উত্তর ইসরাইলে হামলার চেষ্টা করতে পারে, যদিও তারা স্বীকার করেছে যে, আগের যুদ্ধে সংগঠনটি উল্লেখযোগ্য ক্ষতির মুখে পড়েছিলো।

ইসরাইলী সেনাবাহিনী দাবী করেছে, তাদের চলমান অভিযানগুলোর উদ্দেশ্য হলো হিজবুল্লাহকে পুনরায় সামরিক শক্তি গড়ে তোলা থেকে বিরত রাখা এবং ভবিষ্যতের সম্ভাব্য যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিজেদের অনুকূলে রাখা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img