ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মাওলানা আব্দুল কবির বলেছেন, ২০০১ থেকে ২০২১ সাল পর্যন্ত দীর্ঘ ২০ বছর ধরে আমেরিকারর বিরুদ্ধে যুদ্ধ করেছে আফগানিস্তানের জনগণ। এই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন হাজার হাজার মুজাহিদ। আর এই মহান আত্মত্যাগ স্বীকারের মূল উদ্দেশ্য ছিল আফগানিস্তানের ভূখণ্ডে আল্লাহর নির্ধারিত দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করা।
সোমবার (২৩ ডিসেম্বর) আফগানিস্তানের পাখতিয়া প্রদেশের একটি মাদ্রাসার স্নাতক অনুষ্ঠানে অংশগ্রহণের পর তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিগত ২০ বছর ধরে ত্যাগ স্বীকার করেছেন আমাদের সম্মানিত মুসলিম জনগণ। যার প্রধানত উদ্দেশ্যে ছিল দুটি। প্রথমত, আফগানিস্তান থেকে কাফেরদের বিতাড়িত করা। দ্বিতীয়ত, দেশের মাটিতে ইসলামি হুকুমত কায়েম করা।
মাওলানা আব্দুল কবির বলেন, ঐতিহাসিকভাবে ধর্মীয় মূল্যবোধের সাথে কখনোই আপস করেনি আফগানিস্তান। এদেশের সকল জনগণ নিজেদেরকে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের অংশ বলেই পরিচয় দিতে গর্ব বোধ করেন।
তিনি আরও বলেন, আগের তুলনায় বর্তমান সরকার অনেক বেশি শক্তিশালী। যা বিভিন্ন দেশের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক গড়ে তুলেছে।
সূত্র: তোলো নিউজ









