ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী ফয়জুল করীম বলেছেন, “আগামীতে ইসলামী হুকুমত কায়েম করতে চাই। ইসলামী হুকুমত হলে কোনো অন্যায়–বৈষম্য থাকবে না। কেউ খাবে, কেউ খাবে না—এ রকম হবে না। দেশের একটি টাকাও বিদেশে পাচার হবে না।”
শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর লালদিঘী ময়দানে ৫ দফা দাবিতে ৮ দলের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
ফয়জুল করীম বলেন, “নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সরকারকে এখনই নির্বাচনের জন্য যথাযথ পরিবেশ তৈরি করতে হবে। ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে।”
তিনি বলেন, “ভাবছিলাম এবার বৈষম্য দূর হবে, চাঁদামুক্ত দেশ গড়ব। কিন্তু ২০২৪-এর পরও চাঁদা বন্ধ হয়নি। নিরাপত্তা নেই, ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না। এই দেশ আমরা চাইনি। সামনে আরও একটি আন্দোলন হবে, চাঁদাবাজির বিরুদ্ধে।”
আগামী নির্বাচনে মানুষ দুই ভাগে বিভক্ত হবে উল্লেখ করে তিনি আরও বলেন, “কেউ দেশের পক্ষে থাকবে, কেউ ভারতের পক্ষে। আজ থেকেই দেশের পক্ষে, ইসলামের পক্ষে বিজয়ী হতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”









