সিরিয়ার রাজধানী দামেস্কে নিজেদের দূতাবাস পুনরায় খোলার ঘোষণা দিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, এ পদক্ষেপের মাধ্যমে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সংলাপ চালিয়ে যাবে তেহরান।
এর আগে গত ৮ ডিসেম্বর এক ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে সিরিয়ায় আসাদ পরিবারের দীর্ঘ ৫৩ বছরের শাসনের সমাপ্তি ঘটে। সেদিন স্বৈরশাসক বাশার আল আসাদের অন্যতম মদদদাতা ইরানের দূতাবাসে ভাঙচুর চালায় সিরিয়ার বিক্ষুদ্ধ জনতা। এরপর থেকেই কার্যত দামেস্কে অবস্থিত সেই দূতাবাসটির কার্যক্রম স্থগিত রয়েছে।
সূত্র: এআরওয়াই নিউজ