শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

ইসরাইল গাজ্জায় পূর্ণ যুদ্ধবিরতি মানতে চাচ্ছে না: ওসামা হামদান

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, ইসরাইল এখনও গাজ্জা উপত্যকায় পূর্ণ যুদ্ধবিরতি মেনে নিতে এবং অবরুদ্ধ এলাকা থেকে সেনা সরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) আল-জাজিরার সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ওসামা হামদান বলেন, হামাস বন্দিদের মুক্তির বিনিময়ে গাজ্জায় পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা তৈরি করেছিল। কিন্তু ইসরাইলি সরকার এটি মেনে নিতে অস্বীকার করেছে।

ওসামা হামদান আরও বলেন, ইসরাইলি সরকার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের বন্দিদের হত্যা করার মাধ্যমে বিষয়টি থেকে মুক্তি পেতে চান।

তিনি বলেন, হামাস পূর্বে ইসরাইলি বাহিনীর ধাপে ধাপে গাজ্জা থেকে প্রত্যাহারের পরিকল্পনাও গ্রহণ করেছিল। তবে নেতানিয়াহু সরকার সেই পরিকল্পনাও প্রত্যাখ্যান করেছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img