বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকারের নানান কাজ নিয়ে আমরা সমালোচনা করবো, কথা বলবো। তারপরও ড. ইউনূসকে ব্যর্থ হতে দেবো না।
শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘দ্রোহের গ্রাফিতি: ২৪-এর গণঅভ্যুত্থান’ শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, আমরা ড. ইউনূস ও অন্তর্বর্তী সরকারের সমালোচনা করছি, কিন্তু এখন আর গুম হয়ে যাওয়ার ভয় নেই। কমপক্ষে এই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি। ওইটুকু নিঃশ্বাস তো আমরা নিতে পারছি।
তিনি বলেন, কয়েকদিন আগে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ‘ড. ইউনূস হলেন আমাদের রক্তঝরা আন্দোলনের সরকার, কনস্ট্রাকটিভ (গঠনমূলক) সমালোচনা যেন হয়।’ আমরা সমালোচনা করছি, পাশাপাশি বসে আবার কথাও বলছি, ডেমোক্রেটিক কালচার তো এমনই হবে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আমাদের সবাইকে গণতন্ত্রের সপক্ষে সতর্ক পদক্ষেপ রাখতে হবে। কোনো নৈরাজ্যের কারণে কেউ যেন কোনো সুযোগ নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রতিবিপ্লব সবসময় উঁকিঝুঁকি মারে। এই উঁকিঝুঁকি যেন দিতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে হবে।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ প্রমুখ।