সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের দিনটিকে ঐতিহাসিক দিবস ঘোষণা করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। ১৯৮৯ সালের ১৫ ফেব্রুয়ারি আফগানিস্তান থেকে সোভিয়েত বাহিনী পরাজিত হয়ে পিছু হটতে বাধ্য হয়।
এ উপলক্ষে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়, আফগান জনগণের জিহাদ, ধৈর্য, আত্মত্যাগ এবং সংগ্রামের ফলস্বরূপ তারা সে সময়ের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। এটি আমাদের জাতির জন্য গর্বের মুহূর্ত।
তালেবান সরকার আরও বলেছে, গত এক শতাব্দীতে এটি তৃতীয়বার, যখন আফগানিস্তান সফলভাবে দখলদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এটি আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দৃঢ় সংকল্পের প্রতিফলন।
সম্ভাব্য আগ্রাসীদের সতর্ক করে বিবৃতিতে বলা হয়, যারা আফগানিস্তানের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলতে চায়, তারা যেন ইতিহাস থেকে শিক্ষা নেয় এবং আগ্রাসনের পরিণতি সম্পর্কে সচেতন হয়।
আফগান জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, ভবিষ্যৎ ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের পূর্বপুরুষদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিতে হবে, ইসলামী সংহতি বজায় রাখতে হবে এবং নিজেদের ধর্মীয় বিশ্বাস ও জাতীয় স্বাধীনতাকে রক্ষা করতে হবে।