বুধবার, মার্চ ১২, ২০২৫

হিন্দুত্ববাদী সরকার থেকে কাশ্মীরীদের ঘরবাড়ি বাঁচতে আইনসভাসদ ওয়াহিদ পারার বিল উত্থাপন

মোদির নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী ভারত সরকার থেকে কাশ্মীরীদের ঘরবাড়ি বাঁচতে দখলকৃত জম্মু-কাশ্মীরের আইন সভায় বিল উত্থাপন করলেন সভাসদ ও পিপলস ডেমোক্রেটিক পার্টির নেতা ওয়াহিদ পারা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) এই বিল উত্থাপন করেন তিনি।

সংবাদমাধ্যমের তথ্যমতে, জম্মু-কাশ্মীর কৃষি সংস্কার আইন-১৯৭৬ এর ধারা-৪ এর অধীনে যেসব জমি সরকারি, কাছারিয়া, সাধারণ এবং শামিলাত বলে বিবেচিত, তাতে নির্মিত ঘরবাড়ি ও জমির অধিকার এতে বসবাসরত কাশ্মীরী বাসিন্দাদের দেওয়া এবং মোদি সরকারের মুসলিম ঘরবাড়ি গুড়িয়ে দেওয়া প্রকল্পের হাত থেকে বাঁচতে আজ জম্মু-কাশ্মীরের আইন সভায় একটি বিল উত্থাপন করা হয়।

বিল উত্থাপন কারী সভাসদ ওয়াহিদুর রহমান পারা জানান, জম্মু-কাশ্মীর কৃষি সংস্কার আইন-১৯৭৬ এর ধারা-৪ এর অধীনে সরকারি, কাছারিয়া, সাধারণ এবং শামিলাত বলে বিবেচিত জমিতে নির্মিত ঘরবাড়ি উচ্ছেদ থেকে রক্ষায় ও এর বাসিন্দাদের আশ্রয়ের অধিকার নিশ্চিত করতে বিলটি উত্থাপন করেছেন তিনি। এধরণের ঘরবাড়ি উচ্ছেদ থেকে রক্ষা ও বাসিন্দাদের আশ্রয়ের অধিকার নিশ্চিত করা ভারতীয় সংবিধানের ২১ নং অনুচ্ছেদ দ্বারা সংরক্ষিত বলে উল্লেখ করেন তিনি।

তার ভাষ্যমতে, উত্থাপিত বিলটি জনকল্যাণ রক্ষার এককালীন বিশেষ ব্যবস্থা হিসেবে জম্মু-কাশ্মীর জুড়ে নির্মিত এধরণের অবকাঠামোকে রাষ্ট্র ও আইনের দৃষ্টিতে সাধারণ অবকাঠামো বিবেচনার রূপরেখা দেয়। সংশ্লিষ্ট ক্ষেত্রে বেসামরিক আদালতের এখতিয়ার সীমিত করে। এটি প্রস্তাব করে যে, আইনের মারপ্যাঁচে সরকারি বলে বিবেচিত জমির ব্যবহার বা জমিতে কোনোকিছু নির্মাণ সম্পর্কিত যেকোনো ধরণের চলমান দেওয়ানি ও ফৌজদারি মামলা তা যদি ১ মার্চ ২০২৫ সালের আগের হয়ে থাকে এবং কোনো আদালত বা আইন প্রয়োগকারী সংস্থার সামনে বিচারাধীন থাকে তবে তা প্রত্যাহার বলে গণ্য হবে।

এছাড়া বিলটি তৈরির পেছনে দখলকৃত জম্মু-কাশ্মীরের উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনের লেফটেন্যান্ট গভর্নরের ব্যাপক পরিসরের ধ্বংসযজ্ঞ প্রকল্প মূল কারণ বলে উল্লেখ করা হয়। যে ধ্বংসযজ্ঞ প্রকল্পের বিরুদ্ধে ভারত দখলকৃত জম্মু ও কাশ্মীর উভয় স্থানের লোকজন ব্যাপকভাবে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে আসছে।

উল্লেখ্য, মোদি সরকারের সাংবিধানিক আইন পরিবর্তনের ফলে ২০১৯ সনে দখলকৃত কাশ্মীর তার স্বায়ত্তশাসনের মর্যাদা হারায়। এতে যুক্ত হয় কেন্দ্রীয় সরকারের শাসন। কেন্দ্র শাসিত অঞ্চল শাসনে গভর্নর নিযুক্ত করে থাকে দেশটির রাষ্ট্রপতি, যারা ৫ বছর মেয়াদে গভর্নর বা নির্দিষ্ট অঞ্চলের প্রধান নিযুক্ত হোন। ভারতে সরকারি ভাবে এধরণের গভর্নরদের লেফটেন্যান্ট গভর্নর বলা হয়। দখলকৃত জম্মু-কাশ্মীরের বর্তমান গভর্নর হলেন মনোজ সিনহা। যিনি ২০২০ এর ৭ আগস্ট উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের পক্ষ থেকে দখলকৃত অঞ্চলটির ২য় লেফটেন্যান্ট গভর্নর নিযুক্ত হোন। এর আগে তিনি মোদি সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী এবং রেল প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকার নিযুক্ত দখলকৃত অঞ্চলটির প্রথম গভর্নর ছিলেন শ্রী গিরিশ চন্দ্র মুর্মু। রাষ্ট্রপতি রাম নাথ কোভিন্দের আদেশে ২০১৯ এর ৩১ অক্টোবর দখলকৃত জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন তিনি।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img