রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে আফগান-তুরস্ক বৈঠক অনুষ্ঠিত

spot_imgspot_img

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে উভয় দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, পরিবহন ও বাণিজ্য সম্পর্ক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

তুরস্কের পক্ষ থেকে এই বৈঠকে অংশ নেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিষয়ক প্রধান শিহাদ এরগিনে।

বৈঠকে, উভয় দেশের মধ্যে রাজনৈতিক মতবিনিময়ের গুরুত্ব তুলে ধরেছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, আফগানিস্তানের বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক প্রসারিত করতে আগ্রহী তুরস্ক।

বিশ্লেষকরা বলছেন, তুরস্ক এমন একটি দেশ যা আফগানিস্তানের স্বীকৃতির জন্য কার্যকর পদক্ষেপ নিতে পারে। শুধু তাই নয়, ইউরোপের দেশগুলোর সাথে আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রেও সাহায্য করতে পারে আঙ্কারা।

মঈন গুল নামে আফগানিস্তানের একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, “বহু বছর ধরে ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে আফগানিস্তান ও তুরস্কের মধ্যে একটি সুসম্পর্ক বজায় ছিল। আমরা যদি আবারো আমাদের চিন্তা ভাবনা গুলোকে সারিবদ্ধভাবে সাজাই এবং পুনরায় অংশীদারিত্বকে শক্তিশালী করি, তাহলে তা উভয় দেশের জন্যই লাভজনক হবে।”

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানের মসনদে বসে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার। ক্ষমতার পালাবদলের সাথে সাথেই কাবুল থেকে দূতাবাস গুটিয়ে নেয় বহু দেশ। তবে এখনো পর্যন্ত আফগানিস্তানে দূতাবাসের কার্যক্রম চালু রেখেছে আঙ্কারা। শুধু তাই নয়, বেশ কিছু ক্ষেত্রে বিনিয়োগ করতে দেখা গিয়েছে তুরস্ককে।

সূত্র: তোলো নিউজ

সর্বশেষ

spot_img
spot_img
spot_img