বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

অনুমতি ছাড়া মসজিদে মাইকে আজান দেওয়ায় ভারতে ইমামের বিরুদ্ধে মামলা

উত্তরপ্রদেশের জাহানাবাদে কাজিটোলা মসজিদের ইমাম মাওলানা আশফাকের বিরুদ্ধে অনুমতি ছাড়া লাউডস্পিকার ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় পুলিশের দাবি, তিনি প্রশাসনিক নিয়ম লঙ্ঘন করে আজানের সময় উচ্চ শব্দে লাউডস্পিকার ব্যবহার করেছেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা মনোজ কুমার মিশ্র জানান, উপ-পরিদর্শক বরুণ পুলিশের পক্ষ থেকে ২ মার্চ ইমামের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

অভিযোগ বলা হয়েছে, ২৫ ফেব্রুয়ারি প্রশাসনের পক্ষ থেকে মসজিদ কর্তৃপক্ষকে লাউডস্পিকার ব্যবহারের নিয়ম জানানো হয়েছিল, যেখানে অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে, ২৮ ফেব্রুয়ারি আজানের সময় অনুমতি ছাড়াই লাউডস্পিকার ব্যবহার করা হয়, এবং ১ মার্চ দুপুরে নামাজের সময়ও উচ্চ শব্দে লাউডস্পিকার ব্যবহার করা হয়।

সূত্র : মুসলিম মিরর

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img