বুধবার, মার্চ ১২, ২০২৫

দক্ষিণ কোরিয়ার ৫ নারীকে ধর্ষণের দায়ে কারাদণ্ড দেওয়া হলো মোদির ঘনিষ্ঠ বন্ধুকে

দক্ষিণ কোরিয়ার ৫ জন নারীকে ধর্ষণের দায়ে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপির এক বৈদেশিক সদস্যকে।

অস্ট্রেলিয়ায় বসবাসরত বালেশ ধংকর নামের এই ধর্ষক মোট ৩৯ টি যৌন অপরাধের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার ঘনিষ্ঠতার বিষয়টি তুলে ধরেছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো।

গত শুক্রবার (৭ মার্চ) এই রায় প্রদান করে সিডনির একটি আদালত।

উগ্র হিন্দুত্ববাদী ধংকরের বিরুদ্ধে আদালতে মোট ১৩ টি ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়েছে। এছাড়াও ধর্ষণের উদ্দেশ্যে মাদকদ্রব্য প্রয়োগ করার মতো ৬ টি অভিযোগ প্রমাণিত হয়েছে। শুধু তাই নয়, অজ্ঞাতে অশ্লীল ভিডিও ধারণের মতো ১৭ টি অভিযোগ ও ৩ টি শ্লীলতাহানির অভিযোগ প্রমাণিত হয়েছে।

এই মামলায় দেখা গেছে যে তিনি একটি সুপরিকল্পিত উপায়ে তার নারীদের ফাঁদে ফেলতেন। উগ্র হিন্দুত্ববাদী ধংকর মূলত দক্ষিণ কোরিয়ার মহিলাদের টার্গেট করতেন এবং তাদের প্রতারণামূলক চাকরির ইন্টারভিউয়ের নামে ডেকে নিয়ে আসতেন। এরপর তাদের মাদক মিশ্রিত পানীয় খাইয়ে অচেতন করে যৌন নির্যাতন করতেন এবং গোপনে সেই ঘটনার ভিডিও ধারণ করতেন।

অস্ট্রেলিয়ায় আদালত তার বিরুদ্ধে ৪০ বছরের কারাদণ্ড ঘোষণা করেছে, যার মধ্যে ৩০ বছর তাকে কারাগারে কাটাতেই হবে (নূন্যতম সাজা হিসেবে)।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img