পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) একটি যাত্রীবাহী ট্রেন থামিয়ে ৪৫০ জনেরও বেশি যাত্রীকে জিম্মি করেছে। এই ঘটনায় পাক সেনা সদস্যসহ বেশ কয়েকজন নিহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে বেলুচিস্তানের সিবি জেলার পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি একটি স্টেশনে থামার কথা ছিল। তবে, সন্ত্রাসীরা রেললাইনের পাত খুলে দিয়ে ট্রেনটি থামায় এবং যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে।
সন্ত্রাসীদের হামলায় ট্রেনচালক গুলিবিদ্ধ হয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ট্রেনটি একটি পাহাড়ি সুড়ঙ্গের সামনে আটকে আছে, যেখানে সন্ত্রাসীদের আস্তানা থাকার সম্ভাবনা রয়েছে।
কোয়েটার সিনিয়র রেলওয়ে কর্মকর্তা মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, ট্রেনটিতে নারী ও শিশুসহ ৪৫০ জনের বেশি যাত্রী রয়েছেন, যারা এখন বন্দুকধারীদের জিম্মিতে রয়েছেন।