বুধবার, মার্চ ১২, ২০২৫

শাহবাগী লাকি আক্তারের গ্রেফতারের দাবিতে উত্তাল শাহবাগ

স্বৈরাচার শেখ হাসিনার প্রত্যক্ষ সহযোগিতায় তৈরি শাহবাগ গণজাগরণ মঞ্চের অন্যতম নেত্রী লাকি আক্তারের গ্রেফতারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর শাহবাগ। ছাত্রদের দাবি, লাকি আক্তার আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের অন্যতম রক্ষক এবং ২০১৩ সালে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন।

বৃহস্পতিবার (১১ মার্চ) রাত সোয়া ১টায় ঢাকার শাহবাগ প্রজন্ম চত্বরে বিক্ষোভকারীরা অবস্থান নেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয় এবং লাকি আক্তারের গ্রেফতার দাবি করে।

বিক্ষোভকারীরা স্লোগান দেন, “শাহবাগ নো মোর”, “ল তে লাকি”, “তুই হাসিনা, তুই হাসিনা”, “চব্বিশের বাংলায় শাহবাগের ঠাঁই নাই”।

তারা বলেন, “২০১৩ সালে গণজাগরণ মঞ্চ তৈরি করে হাসিনা সরকার বিচারহীনতার সংস্কৃতি চালু করেছিল, যেখানে লাকি আক্তারের ভূমিকা ছিল মূলধারার। আজও তারা সেই ষড়যন্ত্রের অংশ হয়ে কাজ করছে।”

তারা আরও বলেন, “শাহবাগের গণজাগরণ মঞ্চ তৈরি করে হাসিনা তার ফ্যাসিবাদী শাসনকে শক্তিশালী করেছেন। আর সেই মঞ্চের নেতা লাকি আক্তাররা আজও পুলিশের ওপর হামলা চালিয়ে অস্থিরতা তৈরি করছে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, “২৪ ঘণ্টার মধ্যে লাকি আক্তারকে গ্রেফতার করতে হবে, তা না হলে আমরা আবার রাজপথে নামবো।”

বিক্ষোভকারীরা বলেন, “শাহবাগের গণজাগরণ মঞ্চ ছিল হাসিনার ষড়যন্ত্রের একটি অংশ, যার মাধ্যমে বিচারহীনতা কায়েম করা হয়েছে।”

তারা বলেন, “হাসিনার তৈরি এই চক্রকে এখনই থামাতে হবে, নাহলে বাংলাদেশ আবারও সেই বিচারহীনতার অন্ধকারে হারিয়ে যাবে।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, “বিক্ষোভে যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং তদন্তের ভিত্তিতে গ্রেফতার করা হবে।”

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img