বৃহস্পতিবার, মার্চ ১৩, ২০২৫

পাকিস্তানে রেমিট্যান্স প্রবাহে রেকর্ড বৃদ্ধি: ফেব্রুয়ারিতে রেমিট্যান্স পৌঁছালো ৩.১ বিলিয়ন ডলারে

২০২৫ সালে রেমিট্যান্সের দিক থেকে নতুন এক মাইলফলক অর্জন করেছে পাকিস্তান। চলতি বছরের ফেব্রুয়ারির পরিসংখ্যান বলছে, এ মাসে দেশটিতে রেমিট্যান্স এসেছে ৩.১ বিলিয়ন ডলার, যা ২০২৪ সালের ফেব্রুয়ারির তুলনায় ৩৮.৬% বেশি। ওই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২.২ বিলিয়ন ডলার।

সোমবার (১১ মার্চ) স্টেট ব্যাংক অব পাকিস্তান এই তথ্য প্রকাশ করেছে।

জুলাই থেকে ফেব্রুয়ারির পরিসংখ্যান বলছে, এই সময়ের মধ্যে প্রবাসী পাকিস্তানিদের পাঠানো রেমিট্যান্স ২৪.০ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩২.৫% বেশি। ২০২৪ সালের এই সময়ে রেমিট্যান্স ছিল ১৮.১ বিলিয়ন ডলার।

বিশ্লেষকরা বলছেন, রেমিট্যান্স বৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক সংস্কার, অবৈধ বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ন্ত্রণ, এবং স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (এসবিপি) নেওয়া নীতিগত উদ্যোগ। এছাড়া, বিশ্বব্যাপী নিম্ন মুদ্রাস্ফীতি পাকিস্তানি অভিবাসীদের আরও বেশি অর্থ পাঠাতে উৎসাহিত করছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে সৌদি আরব থেকে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে, যা ছিল ৭৪৪.৪ মিলিয়ন ডলার। এরপর রয়েছে সংযুক্ত আরব আমিরাত (৬৫২.২ মিলিয়ন ডলার), যুক্তরাজ্য (৫০১.৮ মিলিয়ন ডলার) ও যুক্তরাষ্ট্র (৩০৯.৪ মিলিয়ন ডলার)।

সূত্র: জিও নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img