শনিবার, মার্চ ১৫, ২০২৫

স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে আগুন

রাজধানীর বারিধারায় স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসভবনের একটি ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

গতকাল বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ওই ভবনের পঞ্চম তলায় রান্নাঘর থেকে মূলত আগুন লাগার এ ঘটনা ঘটে।

আগুনের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, হঠাৎ দেখা ওই ভবন থেকে ধোঁয়া দেখতে পাওয়ায়, ফায়ার সার্ভিসকে খবর দেয় প্রতিবেশীরা। মূলত পাঁচতলায় রান্নাঘরে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পৌঁছানোর পর কোনো বেগ ছাড়াই আগুন নিভিয়ে ফেলে। ফায়ার সার্ভিসের সদস্যরা রাত ৭টা ২৪ মিনিটের ঘটনাস্থল ত্যাগ করে বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিসের একটি সূত্র জানায়, বারিধারা ডিওএইচএস এক নম্বর রোডের ১৫১ নম্বর ওই বাসাটির দ্বিতীয় তলায় বসবাস করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর আগুন লাগা ভবনটির পাঁচ তলার একটি বায়িং হাউজ অফিস ছিল। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানায় ফায়ার সার্ভিস।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img