শনিবার, মার্চ ১৫, ২০২৫

জরুরি-ভিত্তিতে রোহিঙ্গা শরনার্থীদের সহায়তা প্রয়োজন: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, রোহিঙ্গা জনগণের দুর্ভোগ এড়াতে প্রয়োজনীয় তহবিল নিশ্চিতে সংস্থাটি সম্ভাব্য সবকিছু করবে।

শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের বালুখালী-১৮ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতিসংঘ মহাসচিব বলেন, আমি প্রতিশ্রুতি দিতে পারি যে, এটি (সংকট) এড়াতে আমরা সবকিছু করব এবং তহবিল প্রাপ্তির ব্যাপারে আমাদের সহায়তা করতে পারে— এমন সব দেশের সঙ্গে আমি কথা বলে যাব।

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের কথা ভুলে যাবে— এটা মেনে নেওয়া যায় না। (রোহিঙ্গাদের বিষয়ে) আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আমি সোচ্চার হয়ে কথা বলব।

তিনি বলেন, রোহিঙ্গাদের জরুরি-ভিত্তিতে আরও সহায়তা প্রয়োজন। (শরণার্থী শিবিরে) এই জনগোষ্ঠীর মর্যাদার সঙ্গে বসবাস করার জন্য এই সহায়তার খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে ফিরে যেতে চায়। মিয়ানমারে শান্তি পুনর্প্রতিষ্ঠা নিশ্চিত করতে এবং রোহিঙ্গাদের অধিকারকে সম্মান জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সবকিছু করা জরুরি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img