বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ২০ জনের মৃত্যুদণ্ড ও পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে সন্তোষ প্রকাশ করেছে শহীদ আবরারের পরিবার ও রাষ্ট্রপক্ষ।
রোববার (১৬ মার্চ) এ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন শহীদ আবরারের বাবা ও ভাই।
রায়ের পরে এক সংবাদ সম্মেলনে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের র্যাগিং আছে সেটা অবশ্যই আমরা পরিবর্তন চাই। যাতে ছাত্ররা ভালোভাবে বসবাস করতে পারে। ভবিষ্যতে যাতে আর এ ধরনের ঘটনা না ঘটে সেটা সবার কাছে আবেদন জানাই।
এ রায় দ্রুত বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপনের জন্য অনুরোধ করেছেন শহীদ আবরারের ভাই আবরার ফাইয়াজ।
এদিকে, আবরার ফাহাদের মৃত্যু এ জাতির জীবনে ‘থাই পাহাড়ের মতো ভারী’ হয়ে আছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
২০১৯ সালের ৬ই অক্টোবর দিবাগত রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের একদল নেতা-কর্মীর নির্যাতনে শহীদ হন আবরার ফাহাদ।
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন ফাহাদ।