ভারতের মহারাষ্ট্রে তারাবির নামাজের সময় একটি মসজিদে হামলা চালিয়েছে উগ্র হিন্দুত্ববাদীরা। একই সঙ্গে উচ্চস্বরে অশালীন গান বাজিয়ে উল্লাস নৃত্য করে পবিত্রতা ভঙ্গের চেষ্টাও চালিয়েছে তারা।
মঙ্গলবার (১২ মার্চ) রত্নগিরির রাজাপুরে এ ঘটনা ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কয়েকজন ব্যক্তি মসজিদের গেটের দিকে গাছের গুঁড়ি ঠেলে দিচ্ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্বৃত্তরা মসজিদের গেটে ইচ্ছাকৃত আঘাত করে।
ভিডিওতে তাদের উচ্ছৃঙ্খল আচরণও ধরা পড়েছে। যদিও পুলিশ বলছে, কোনো ধরনের জোরপূর্বক প্রবেশের ঘটনা ঘটেনি এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে