সোমবার, মার্চ ১৭, ২০২৫

কুমিল্লা সীমান্তে বিজিবির হাতে দুই ভারতীয় আটক

কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৬ মার্চ) সকাল ৮টার দিকে বুড়িচং উপজেলার কৈখলা নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহিজলা জেলার মধুপুর থানার কোনাবন গ্রামের মৃত ধীরেন্দ্র দেব বর্মার ছেলে সঞ্জিত দেব বর্মা ও তার ছোট ভাই বিমল দেব বর্মা।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল সাড়ে ৮টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর টহল দল সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ২০৫৫/এম থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কৈখলা নামক স্থানে দুই ভারতীয় নাগরিককে পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অবৈধভাবে পাসপোর্টবিহীন ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশের দায়ে আটককৃত ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img