ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল এখনো ভুলের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসে মুখপাত্র ওসামা হামদান।
তিনি বলেন, ইসরাইল যদি মনে করে আগ্রাসন চালিয়ে যুদ্ধবিরতি চুক্তির পরিবর্তন করবে, তাহলে তারা ভুলের মধ্যে আছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
ওসামা হামদান বলেন, আমরা (যুদ্ধবিরতি) মেনে নিয়েছি। আমাদের প্রতিটি পদক্ষেপ ও আমরা যে চুক্তিতে রাজি হয়েছিলাম তার সঙ্গে সঙ্গতিপূর্ণ ছিল। অথচ আমেরিকার পরামর্শে ইসরাইল হামলা চলালো।
তিনি বলেন, নেতানিয়াহু মেগালোম্যানিয়াতে ভুগছেন। দুর্নীতির মামলা থেকে বাঁচতে পুনরায় যুদ্ধ শুরু করতে চান তিনি।
তিনি আরও বলেন, ২০২৪ সালে আমরা যে চুক্তিতে সম্মত হয়েছিলাম তা ইসরাইল লঙ্ঘন এবং প্রত্যাখ্যান করেছে। এরপর ২০২৫ সালে আবার এই চুক্তি করতে হয়েছে। এখন, তারা এই চুক্তি প্রত্যাখ্যান বা ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু এতসব করেও আমেরিকা ও ইসরাইল তাদের প্রত্যাশিত ফলাফল পাবে না।
হামাস মুখপাত্র বলেন, আমেরিকাকে বুঝতে হবে, যা ঘটছে তা এই অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করবে।