বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫

হত্যা মামলায় ইনু, মেনন, দীপুসহ ৫ নেতা-নেত্রী রিমান্ডে

আদালত হত্যার অভিযোগে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনি, আনিসুল হক এবং সাবেক সংসদ সদস্য সাদেক খানকে রিমান্ডে পাঠিয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তারা গুলি চালিয়ে নিরীহ মানুষকে হত্যা করেছেন।

আজ (১৯ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালতে রিমান্ডের আদেশ দেওয়া হয়।

হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, দীপু মনি – ৪ দিনের রিমান্ড:
গত ৪ আগস্ট যাত্রাবাড়ীর কাজলা পেট্রোল পাম্পের সামনে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতাকর্মীরা অবৈধ অস্ত্র দিয়ে গুলি চালিয়ে ওবায়দুল ইসলামকে হত্যা করেন। এ ঘটনায় ৫৮ জনকে আসামি করা হয়েছে।

আনিসুল হক – ৩ দিনের রিমান্ড:
২০ জুলাই মোহাম্মদপুরে বসিলায় আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে গুলিতে মো. সুজন নিহত হন।

সাদেক খান – ৩ দিনের রিমান্ড:
১৯ জুলাই মোহাম্মদপুরে মিরাজুল ইসলাম অর্ণব গুলিবিদ্ধ হয়ে মারা যান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img