শুক্রবার, মে ৯, ২০২৫

সব মামলায় খালাস পেলেন তারেক রহমান, দেশে ফিরতে বাধা নেই

spot_imgspot_img

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আটজনকে হত্যা মামলার দায়মুক্তির উদ্দেশ্যে ঘুষ লেনদেনের অভিযোগে করা মামলায় আদালত বেকসুর খালাস দিয়েছে। এর ফলে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

বৃহস্পতিবার সকালে বিশেষ জজ আদালত-৩ এই রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির হত্যা মামলার আসামি সাফিয়াত সোবাহান সানভীরকে দায়মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ২১ কোটি টাকা ঘুষ নেওয়া হয়। এক এগারোর সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) বাদী হয়ে এই মামলা করে।

বিএনপির আইনজীবী বোরহান উদ্দিন সাংবাদিকদের জানান, আসামিদের বিপক্ষে কোনো স্বাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করতে পারেনি দুদক। এখন এই মামলার নিষ্পত্তি হওয়ায় তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img