তুরস্ক ছাড়া ইউরোপ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি জোর দিয়ে বলেন, বিশ্বে চলমান রাজনৈতিক ও সামরিক পরিবর্তনের প্রেক্ষাপটে ইউরোপ এখন স্পষ্টভাবেই তুরস্কের অপরিহার্যতা অনুভব করছে।
রবিবার (২৪ মার্চ) আঙ্কারায় মন্ত্রিসভার বৈঠক শেষে এক বিবৃতিতে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট।
এরদোগান বলেন, “গত কয়েক সপ্তাহের উত্তপ্ত আলোচনা দেখিয়েছে যে তুরস্ক ছাড়া ইউরোপীয় নিরাপত্তা সম্ভব নয়। আমাদের ইউরোপীয় বন্ধুরা যখন তাদের নীতিগুলো বাস্তবসম্মতভাবে নির্ধারণ করে, তখন তারা তুরস্কের সঙ্গে সম্পর্কের গুরুত্বও উপলব্ধি করছে। আমরা এটিকে তুরস্ক-ইউরোপ সম্পর্কের জন্য ইতিবাচক মনে করি।”
তুরস্ক-ইউরোপ সম্পর্ক জোরদারে আঙ্কারা সবসময় প্রস্তুত উল্লেখ করে তিনি বলেন, “তুরস্ক যৌথ স্বার্থ ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইউরোপের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায়।”
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে তুরস্কের অবস্থান ব্যাখ্যা করে এরদোগান বলেন,”শান্তি প্রতিষ্ঠার মাধ্যমেই প্রকৃত বিজয় অর্জিত হয়। যুদ্ধের শুরু থেকেই আমরা বলে আসছি, শান্তি কখনো পরাজিত হয় না। যুদ্ধ চতুর্থ বছরে প্রবেশ করলেও আমরা রক্তপাত ও ধ্বংস ছাড়া এই যুদ্ধের সমাপ্তি আশা করি।”
উল্লেখ্য, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তুরস্ক কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা পালন করছে। আন্তর্জাতিক অঙ্গনে মধ্যস্থতাকারীর ভূমিকায় তুরস্ক একাধিকবার শান্তি আলোচনার উদ্যোগ নিয়েছে।
সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি