শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

মুসলিমদেরকে হিন্দুদের থেকে শৃঙ্খলা শিখতে বললেন যোগী

রাস্তা নামাজের জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

মঙ্গলবার (১ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

উগ্র হিন্দুত্ববাদী বিজেপি নেতা যোগী আদিত্যনাথ বলেন, রাস্তা নামাজের জন্য নয়, রাস্তা হচ্ছে যানবাহন চলাচলের জন্য নির্ধারিত।

যোগী আদিত্যনাথ মুসলিমদের বলেন, হিন্দুদের কাছ থেকে ধর্মীয় শৃঙ্খলা শেখা উচিত, যারা মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে কোনো অপরাধ, ধ্বংস বা হয়রানির ঘটনা ঘটেনি।

তিনি বলেন, মুসলিমরা উত্তরপ্রদেশের জনসংখ্যার ২০ শতাংশ হলেও সরকারি কল্যাণ স্কিমের সুবিধাভোগীদের মধ্যে তাদের অংশ ৩৫-৪০ শতাংশ।

সম্প্রতি ঈদুল ফিতরের নামাজকে কেন্দ্র করে উত্তর প্রদেশের মিরাট পুলিশ এক কড়া নির্দেশনা জারি করে। ঈদে রাস্তায় নামাজ আদায় করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যা পাসপোর্ট বাতিল এবং ড্রাইভিং লাইসেন্স জব্দের মতো সিদ্ধান্তে গড়াতে পারে বলে সতর্ক করেছে তারা।

মিরাটের পুলিশ সুপার (সিটি) আয়ুষ বিক্রম সিং বলেন, ঈদের নামাজ কেবল মসজিদ কিংবা নির্ধারিত ঈদগাহেই আদায় করতে হবে। কেউ রাস্তায় নামাজ আদায়ের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img