বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

ভারতে ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করলেই গুণতে হবে ৫০ হাজার রুপি জরিমানা

ভারতের উত্তরপ্রদেশ ও বিহারে ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৫ এর বিরোধিতা করলে ৫০ হাজার রুপি জরিমানা গুনতে হবে। এরকম একটি বন্ডে জোরপূর্বক স্বাক্ষর করানো হচ্ছে সেখানকার ইসলামী সংগঠন, মসজিদের প্রবীণ ইমাম ও মুসলিম নেতাদের। সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পত্তি আত্মসাৎ এর জন্য পাশ হওয়া এই বিলটির বিরোধীতা যেন কেউ না করতে পারে সে উদ্দেশ্য এমন পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

রবিবার (৩০ মার্চ) উত্তরপ্রদেশের নয়ডা, লখনউ, কানপুর ও গাজিয়াবাদসহ বিভিন্ন জেলায় এমন ঘটনার সাক্ষী হয়েছেন সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। তারা বলছেন, এটি শান্তিপূর্ণ প্রতিবাদ দমন করার কৌশল।

নয়ডার এক ইমাম মাওলানা শামসুদ্দিন বলেন, “এটি হয়রানি ছাড়া কিছুই নয়। ধর্মীয় নেতাদের ৫০ হাজার টাকার বন্ডে স্বাক্ষর করানো গণতন্ত্র নয়, স্বৈরশাসন।”

লখনউয়ের সামাজিক সংগঠক অ্যাডভোকেট ফাইযান খান এক মন্তব্যে বলেন, “সংবিধান প্রতিবাদের অধিকার দেয়, তবে মুসলমানেরা প্রতিবাদ করলেই তা আইনের জন্য হুমকি হয়ে ওঠে কেন?”

কিছু মসজিদে প্রবীণ ইমামদের থানায় ডেকে নিয়ে গিয়ে সর্তক করা হয়েছে যেন তারা কোনও ধরনের আন্দোলন না উস্কে দেন। অনেকেই চাপে পড়ে মুচলেকা দিতে বাধ্য হয়েছেন।

উল্লেখ্য, ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরেই আপত্তি জানিয়ে আসছে। তারা বলছেন, এই বিল মুসলিমদের সম্পত্তি ও প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেবে। বিলটি সংসদে সম্প্রতি পাশ হয়েছে ও রাষ্ট্রপতি স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত আইনে পরিণত হয়েছে।

সূত্র: ক্লারিওন ইন্ডিয়া

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img