রবিবার, এপ্রিল ২৭, ২০২৫

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করায় এক পরিবারকে অর্ধশত বছর কারাদণ্ড দিয়েছে তুরস্ক

spot_imgspot_img

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি করায় এক পরিবারকে অর্ধশত বছর কারাদণ্ড দিয়েছে তুরস্ক।

শুক্রবার (১১ এপ্রিল) মিডল ইস্ট মনিটরের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার তুরস্ক জুড়ে বিশেষ গোয়েন্দা অভিযানে আটক মোসাদ এজেন্টদের বিরুদ্ধে সাজার রায় দিয়েছে ইস্তাম্বুলের ২৩ তম হেভি প্যানেল কোর্ট। তন্মধ্যে এক পরিবারকে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অর্ধশত বছরের কারাদণ্ড দেওয়া হয়। গত এপ্রিলের বিশেষ অভিযানে মোসাদ এজেন্টদের সাথে তাদেরও আটক করেছিলো তুর্কি গোয়েন্দা সংস্থা ‘এমআইটি’।

৩ সদস্যের পরিবারটির কর্তা হলেন, আহমাদ এরসিন তুমলুচালি। তিনি একটি বীমা কোম্পানির মালিক। তুরস্কে মোসাদের কর্মকাণ্ড পরিচালনার একটি নেটওয়ার্কের নেতৃত্বে ছিলেন তিনি। তাকে প্রথমে ২২ বছর ৬ মাসের সাজা শুনানো হয়। কিন্তু আটকের পর তুর্কি গোয়েন্দাদের সহযোগিতা করায় কারাদণ্ডের মেয়াদ কমিয়ে ১৮ বছর ৯ মাস করা হয়।

পরিবারের অপর ২ সদস্য হলেন, তার স্ত্রী বিনান তুমলুচালি ও কন্যা দিলা সুলতান সিমসেক। তাদের যথাক্রমে ১৬ বছর ৮ মাস ও ১৫ বছর ৭ মাস ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। ফলে সাজার মেয়াদ দাঁড়ায় সর্বসাকুল্যে ৫১ বছর ১৫ দিন।

ইস্তাম্বুল প্রসিকিউটরদের বরাতে দেশটির মিডিয়ায় বলা হয়, অর্ধশত বছরের সাজা পাওয়া পরিবারটি অনলাইন অপারেশনের দায়িত্বে থাকা একটি মোসাদ ইউনিটের হয়ে তুরস্কে কাজ করে যাচ্ছিলো। তুরস্কে এবং কখনো তুরস্কের বাইরে টার্গেটকৃত ব্যক্তিদের সম্পর্কে তারা তথ্য সংগ্রহে কাজ করতো। অনলাইনে টার্গেটকৃতদের ছবির উপর নজরদারি চালানোর সাথেও তারা জড়িত ছিলো। তাদের নিয়মিত আপলোডকৃত ছবিগুলো বিশ্লেষণ করা হতো। তুরস্কে বসবাসরত বিদেশী নাগরিক, বিশেষত যুদ্ধ-বিগ্রহ সহ বিভিন্ন কারণে যারা নিজ দেশ ছেড়ে তুরস্কে পাড়ি জমিয়েছেন এমন ব্যক্তিদের উপর নজরদারি চালানো হতো। মোসাদের হয়ে তথ্য সংগ্রহে গুপ্তচরবৃত্তি করা হতো।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img