রবিবার | ১১ জানুয়ারি | ২০২৬
spot_img

জেদ্দায় বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা ও পাক পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

স্বল্প সময়ের ম‌ধ্যে দুই দফা টেলিফোনে কথা বলার পর এবার সৌ‌দি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাক্ষাৎ করেছেন।

জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনে ফাঁকে সাক্ষাৎ করে‌ন ইসহাক-‌তৌ‌হিদ।

রোববার (১১ জানুয়া‌রি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ওআইসি’র সিএফএম-এর জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলা‌দে‌শের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। উভয় পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন।

তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে-উচ্চ পর্যায়ে সফর বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করেন তারা।

গত বুধবার রাতে টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। এর আগে, গত রোববার তারা টেলিফোনে কথা বলেন। ইসহাক দার সে সময় চীন থে‌কে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টাকে টে‌লিফোন করেন।

উ‌ল্লেখ্য, ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের জরুরি অধিবেশন শে‌ষে আজ রা‌তে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ