বৃহস্পতিবার | ৪ ডিসেম্বর | ২০২৫

ভারতে নতুন ওয়াকফ আইনের প্রথম শিকার মধ্যপ্রদেশের মাদরাসা

ভারতে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের সম্পত্তি দখলের উদ্দেশ্যে প্রণীত ওয়াকফ সংশোধনী আইনের অপব্যবহার শুরু করেছে দেশটির উগ্র হিন্দুত্ববাদী সরকার। এমন আইনের দোহাই দিয়ে মধ্যপ্রদেশের পন্না জেলার একটি মাদরাসা ভেঙে ফেলা হয়েছে। নতুন ওয়াকফ আইন বাস্তবায়নের মাধ্যমে বিডি কলোনিতে অবস্থিত মাদরাসাটি উগ্র হিন্দুত্ববাদীদের প্রথম শিকারে পরিণত হয়েছে।

গত শনিবার (১২ এপ্রিল) উগ্র হিন্দুত্ববাদী প্রশাসনের চাপে পড়ে মাদরাসাটি ভেঙে ফেলতে বাধ্য হন জায়গার মালিক। মাদ্রাসাটি গত ৩০ বছর ধরে উক্ত স্থানে শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়ে আসছিল।

ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকারের দাবি, বিডি কলোনিতে অবস্থিত মাদরাসাটি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে। তবে মাদ্রাসাটি বৈধ জমির উপর নির্মিত বলে জানিয়েছেন জায়গায় মালিক।

জায়গার মালিক জানান, স্থানীয় গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে অনুমতি নেওয়ার পরই মাদরাসাটি নির্মাণ করা হয়েছিল।

উল্লেখ্য, উগ্র হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টির মধ্যপ্রদেশের ইউনটি প্রধান ভিডি শর্মার উষ্কানির পর মাদরাসার জমিটি সরকারি সম্পত্তি বলে ঘোষণা দেয় প্রশাসন।

সূত্র: সিয়াসত ডেইলি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img