বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী টিকলী শরীফ ও তার আরও দুই সহযোগীকে আটক করে পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে প্রথমে তাদের আটক করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে রাতেই পুলিশ ঘটনাস্থলে এসে তাদের থানায় নিয়ে যায়।
আটক টিকলী শরীফ খুলনা মহানগর ছাত্রলীগের উপ-ছাত্রীবিষয়ক সম্পাদক ছিলেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় অন্যতম আসামি টিকলী শরীফ।
বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আজমাইন সাকিব ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেত্রী টিকলি শরীফ জুলাই-আগস্ট আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপরে হামলা চালায়। সে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-ছাত্রীবিষয়ক সম্পাদক।
এদিকে ছাত্রদলের নেতাকর্মীরা জানান, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক সক্রিয় কর্মী এখনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আজকে (মঙ্গলবার) বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে গোপন মিটিংয়ে থাকা অবস্থায় সাধারণ শিক্ষার্থীরদের নিয়ে ছাত্রদল বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে পুলিশের হাতে তুলে দেয় তাকে। এর মাধ্যমে আমরা একটা বিষয় আবারো নজির স্থাপন করেছি, ছাত্রদল মব জাস্টিসে বিশ্বাস করে না। ছাত্রদল সবসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সোনিয়া খান সনি বলেন, আমাকে কিছু ছাত্র খবর দেয় ছাত্রলীগকে আটক করেছে। আমি ঘটনাস্থলে উপস্থিত হই। পুলিশ এসে তাদের নিয়ে গেছে।